Saturday, January 17, 2015

কবি ও কাঙাল – শক্তি চট্টোপাধ্যায়


কিছুকাল সুখ ভোগ করে, হোলো মানুষের মত
মৃত্যু ওর, কবি ছিল, লোকটা কাঙাল ছিল খুব।
মারা গেলে মহোৎসব করেছিলো প্রকাশকগণ
কেন না, লোকটা গেছে, বাঁচা গেছে, বিরক্ত করবে না
সন্ধ্যেবেলা সেজে গুজে এসে বলবে না, টাকা দাও,
নতুবা ভাঙচুর হবে, ধ্বংস হবে মহাফেজখানা,
চটজলদি টাকা দাও-নয়তো আগুন দেবো ঘরে
অথচ আগুনেই পুড়ে গেলো লোকটা, কবি কাঙাল!

No comments:

Post a Comment