Monday, November 3, 2014

আমার মাথা নত করে দাও হে তোমার – রবীন্দ্রনাথ ঠাকুর



আমার মাথা নত করে দাও হে তোমার
চরণধুলার তলে
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলই করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে
আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে ;
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ
আমার জীবন-মাঝে
যাচি হে তোমার চরম শান্তি
পরানে তোমার পরম কান্তি
আমারে আড়াল করিয়া দাঁড়াও
হৃদয়পদ্মদলে
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে

No comments:

Post a Comment