Monday, November 3, 2014

তমসো মা জ্যোতির্গময় – প্রিয় উপনিষদ বানী



 অসদো মা সদ্গময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মা অমৃতম্গময়
আবীরাবীর্ম এধি।
অসত্য হইতে মোরে সত্যে লইয়া যাও
আঁধার হইতে মোরে আলোকে লইয়া যাও
মরণ হইতে মোরে অমৃতে লইয়া যাও
হে আবি:, হে প্রকাশ, তুমি তো চিরপ্রকাশ,
একবার তুমি আমার হও, আমার হইয়া প্রকাশিত হও।
[
রবীন্দ্রনাথ ঠাকুর]

No comments:

Post a Comment