আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।
আমার... ... ... ।
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম ।
তেম্নি তোমার নিবিড় চলা (২)
মরমের মূল পথ ধ’রে ।
আমার ... ... ... ।
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলশের আবরনে মুক্তার সুখ ।
তেম্নি তোমর গভীর ছোঁয়া (২)
ভিতরের নীল বন্দরে ।
আমার ... ... ...।
ভালো আছি ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালাখানি (২)
বাউল এই মনটারে।
আমার ... ... ... ।
...........................................
২৮ জোষ্টি ১৩৯৬ মিঠেখালি মোংলা
কথা ও সুর: রুদ্র মুহম্মদ শহিল্লাহ
আছো তুমি হৃদয় জুড়ে ।
আমার... ... ... ।
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম ।
তেম্নি তোমার নিবিড় চলা (২)
মরমের মূল পথ ধ’রে ।
আমার ... ... ... ।
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলশের আবরনে মুক্তার সুখ ।
তেম্নি তোমর গভীর ছোঁয়া (২)
ভিতরের নীল বন্দরে ।
আমার ... ... ...।
ভালো আছি ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালাখানি (২)
বাউল এই মনটারে।
আমার ... ... ... ।
...........................................
২৮ জোষ্টি ১৩৯৬ মিঠেখালি মোংলা
কথা ও সুর: রুদ্র মুহম্মদ শহিল্লাহ
No comments:
Post a Comment