Friday, October 31, 2014

প্রচুর দূরত্ব হয়ে আছো —রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

পৃথিবী কি আয়তনে যাচ্ছে বেড়ে
অথবা ক্রমাগত হয়ে আসছে সীমিত
আমি তার কিছুই বুঝতে পারিনা !

এদেশ থেকে ওদেশে যাওয়া যেন
বিকেলে পার্কে বেড়াতে এলাম-
কিন্তু একজন মানুষের মনের
কাছাকাছি
যেতে আমার অ-নে-ক
সময় লেগে যায়।

পৃথিবী কি ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে
অথবা সীমিত হয়ে আসছে আয়তনে
আমি তার কিছুই বুঝতে পারি না !
তোমার কাছে পৌঁছাতে আমার এক
যুগ কেটে গেল ।

No comments:

Post a Comment