Saturday, November 1, 2014

কোন বা দেশের মানুষ – লালন ফকির



কোন বা দেশের মানুষ গো, বলো
কোন বা দেশে যাবো।
কোন বা দেশে গেলে দয়াল
তোমার নাগাল পাবো।।
ওরে রইলাম বিপক্ষের দেশে,
সাধন ভজন হইবে কিসে,
আমি কাল কাটালাম পরবাসে;
……..
আমার যার যা আছে,
যায় তার কাছে
………
আমি কার মুখপানে চাবো।।
মূল প্রবৃত্তি সাধক সিদ্ধি
আমার কোন দেশে নাই স্থিতি
তাই ফকির লালন বলে, কি হবে গতি
কোন গুণে সিরাজ সাঁইর চরণ

No comments:

Post a Comment