Saturday, November 1, 2014

কোন কুলে যাবি মনুরায় – লালন ফকির



কোন কুলে যাবি মনুরায়।
গুরু-কুল চায় যদি কেউ
লোক-কুল তার ছাড়তে হয়।।
দুকূল ঠিক রয় না গাঙ্গে
এক কূল রয় আর কূল ভাঙ্গে
ওমনি যেন সাধুর সঙ্গে
বেদ-বিধির কুল দূরে যায়।
রোজা পূজা জেতের আচার
মন যদি হয় কর এবার;
বেজাতির কাজ বেদান্তর
মায়াবাদীর কার্য নয়।।
ভেবে বুঝে এক কুল ধর
দোটানায় কেন ঘুরে মর;
সিরাজ সাঁই কয়, লালন তোর
কু-ফুরাবে কোন সময়।

No comments:

Post a Comment