Friday, October 31, 2014

অসমাপ্ত কবিতা-১১-রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

কোনো প্রতিশ্রুতিতে আমার বিশ্বাস নেই
কোনো প্রতিশ্রুতিতে আমি আর বিশ্বাস করি না ।

ক্রমশ ছোটো হয়ে আসছে পৃথিবী
ক্রমশ ছোটো হয়ে আসছে জীবন
ক্রমশ ছোটো হয়ে আসছে একান্ত সময় ।
মানুষের এখন ভালোবাসার সময় নেই ।

পারমানবিক অস্ত্রের দাঁতে
গেঁথে গেছে তৃতীয় বিশ্বের পাকস্থলি,
শবমেহেরের অপুষ্ট যৌবন, কেরামতের পুষ্টিহীন
বিকৃত শরীর ।
আমি অপেক্ষা করি না, আমার অপেক্ষার সময় নেই-

স্টেনলেস স্টীলের মতো চকচকে ক্ষুধা
হাঙরের ক্ষমাহীন দাঁতের মতো নির্মম ক্ষুধা

No comments:

Post a Comment