ঘরের
মধ্যে
ঘর
বেঁধেছেন
মন মতো মনোহরা।।
ঘরের আট কুঠুরী নয় দরজা
আঠাম মোকাম চৌদ্দ পোয়া
দুই খুঁটিতে পাড়া সুসারা।।
ঘরের বায়ান্ন বাজার, তেপান্না গলি
ঐ বাজারে বেচাকেনা
করে মনচোরা।।
ঘরের মটকাতে আছে
নামটি তার অধরা।
ফকির লালন বলে, ঐ রূপে নিহার রাখে
অনুরাগী যারা।।
মন মতো মনোহরা।।
ঘরের আট কুঠুরী নয় দরজা
আঠাম মোকাম চৌদ্দ পোয়া
দুই খুঁটিতে পাড়া সুসারা।।
ঘরের বায়ান্ন বাজার, তেপান্না গলি
ঐ বাজারে বেচাকেনা
করে মনচোরা।।
ঘরের মটকাতে আছে
নামটি তার অধরা।
ফকির লালন বলে, ঐ রূপে নিহার রাখে
অনুরাগী যারা।।
No comments:
Post a Comment