Friday, October 31, 2014

লাশগুলো আবার দাঁড়াক ____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

বৃষ্টি হলে মাটি কাঁপে, লাশগুলো আবার দাঁড়াতে চায়।
হাত বাঁধা, চক্ষু বাঁধা, বেয়ানেটে ছিন্নভিন্ন দেহ-
______________লাশগুলো আবার দাঁড়াতে চায়।

আপন খুলির দিকে চেয়ে থাকে অন্ধকার চোখ,
আপন হাড়ের দিকে চেয়ে থাকে বিষন্ন সকেট্।
বৃষ্টি হলে মাটি কাঁপে,
বৃষ্টির সুগন্ধ পেয়ে জেগে ওঠে লাশের কাঠামো।
পরিচিত শেয়ালেরা সারারাত হল্লা কোরে ফেরে,
উপরে শকুন ডাকে, শকুনের এখনো সুদিন।
মাংশের ঢেকুর তুলে নেড়িকুত্তা বেঘোরে ঘুমায়-
মাটি কাঁপে, লাশগুলো আবার দাঁড়াতে চায়।
মাটি কাঁপে…
কবরের মাটি ফুঁড়ে অসনাক্ত লাশের কোরাস
সহসা খামচে ধরে চাঁদের চিবুক--
আমাকে সনাক্ত করো হে যৌবন, যুদ্ধের সন্তান
আমাকে সনাক্ত করো স্বদেশের দগ্ধ কৃষ্ণচুড়া।
এদেশের গঞ্জে গ্রামে শকুনের এখনো সুদিন-
মাটি কাঁপে, বৃষ্টি হোক, লাশগুলো আবার দাঁড়াক।
(১৮.১০.৮৩ কবি জসীম উদ্দীন হল ঢাকা)

No comments:

Post a Comment