Saturday, November 1, 2014

আমার আপন খবর আপনার হয় না – লালন ফকির



আমার আপন খবর আপনার হয় না।
সে যে আপনারে চিনলে পরে, যায় অচেনারে চেনা।
সাঁই নিকট থেকে দূরে দেখায়
যেমন কেশের আড়ে পাহাড় লুকায়,
দেখ আ।
আমি ঢাকা দিল্লী হাতড়ে ফিরি
আমার কোলের ঘোটত যায় না।
সে যে আত্মারূপে কর্তাহরি,
মনে নিষ্ঠা হলেই মিলবে তারি
ঠিকানা।
আর বেদ-বেদান্ত পড়বে যত বাড়বে তত লখ্না।
আমি আমি কে বলে মন,
যে জানে তার চরণ শরণ
লে না।
ফকির লালন বলে,
বেদের গোলে
হলাম চোখ থাকতে কানা।

No comments:

Post a Comment