যাবো না বলে সিদ্ধান্ত স্থির
তবু যেতে হলো তার কাছে
যেতে হলো,যেতে যেতে
যেতেই হলো,
অনুগত ভৃত্যের মতো দাঁড়াতে হলো
করজোড়ে বিড়ম্বিত বিবেকের বুক
রক্তাক্ত করে তবু যেতে হলো।
আবার ধরা দিতে হলো
ফেলে আসা স্মৃতির বাহুবেষ্টনে
পুনর্বার রোমন্থন এসে নিবিড়
আলিঙ্গনে হয়ে গেল সংলগ্ন ।
তবু যেতে হলো তার কাছে
যেতে হলো,যেতে যেতে
যেতেই হলো,
অনুগত ভৃত্যের মতো দাঁড়াতে হলো
করজোড়ে বিড়ম্বিত বিবেকের বুক
রক্তাক্ত করে তবু যেতে হলো।
আবার ধরা দিতে হলো
ফেলে আসা স্মৃতির বাহুবেষ্টনে
পুনর্বার রোমন্থন এসে নিবিড়
আলিঙ্গনে হয়ে গেল সংলগ্ন ।
অভিমান ভাঙা সন্তান যেমন
অনায়াসে ফিরে যায় মায়ের বুকে
আমাকেও তেমনি ফিরে যেতে হলো
তার কাছেই ফিরে যেতে হলো।
ব্ল্যাকবোর্ডে পুরাতন লেখার মতো
মুছে ফেলতে হলো দগ্ধ দ্বিধা
মনরোম ডাস্টারে ।
তবু ফিরে যেতে হলো, ফিরে
যেতে যেতে যেতে হলো,
ফিরে যেতে হলো।
অনায়াসে ফিরে যায় মায়ের বুকে
আমাকেও তেমনি ফিরে যেতে হলো
তার কাছেই ফিরে যেতে হলো।
ব্ল্যাকবোর্ডে পুরাতন লেখার মতো
মুছে ফেলতে হলো দগ্ধ দ্বিধা
মনরোম ডাস্টারে ।
তবু ফিরে যেতে হলো, ফিরে
যেতে যেতে যেতে হলো,
ফিরে যেতে হলো।
No comments:
Post a Comment