Friday, October 31, 2014

নির্জন হত্যাকারী -রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ

ছিঁড়তে ছিঁড়তে ছিঁড়েছো আমার
সবগুলো প্রিয় ফুল
ভাঙতে ভাঙতে ভেঙ্গেছো অমল
কাংখিত অধিবাস-

তবু একবার দেখোনি তাকিয়ে,
তবু একবার খোলোনি বোধের গভীর জানালাখানি।

কি বিশাল এই শুন্যতা নিয়ে
মৃত স্বপ্নের কফিনে জড়াই ভালোবাসা মাখা শ্রম,
অচেনা আগামী কী আশংকায় সারারাত কাঁপে বুকে!
যেদিকে বাড়াই বাসনার হাত ফিরে আসে ধূ ধূ মরু-

ফুলের কিশোর বিষ তুলে নেয় বুকে
বেদনায় পোড়ে কি সবুজ আহা কোমল হৃদয় তার,
সময়ের যতো উজ্জ্বল ঋজু সাহসী তরুন শিখা
নিজের আগুনে পোড়ায় নিজের সবচেয়ে প্রিয় ঘর।

এতো ক্লেদময়,এতো গ্লানি মাখা
এতো অশোভন ঘৃন্য জীবন চারিদিক আছে ঘিরে,
তবু একা একা যেটুকু ছিলো আমার একা থাকা
যেটুকু আমার গোপন গভীর
খুলতে খুলতে সেইটুকু সুখ,সে অন্তরাল করেছো প্রকাশ
ভাঙতে ভাঙতে ভেঙ্গেছো আমার নির্জন অধিবাস।

1 comment: