রক্তে তোমার অচেনা জলের ডাক,
জেগেছে অচেনা ইচ্ছার শিহরন।
রক্তে তোমার অমীমাংসিত সাধ
তছনছ কোরে ফেলছে ভিতর-বাড়ি।
তোমার স্বপ্ন দিনযাপনের ভিড়ে
হঠাৎ ফেলেছে হারিয়ে নিজের ভাষা।
তোমার নিভৃত দৃষ্টির চারিপাশে
জমেছে সোনালী প্রতারক মরিচিকা।
দ্বিধাবিভক্ত করেছে তোমাকে দ্বিধা,
ঠিক মোহনায় দাঁড়িয়েছো এসে তুমি।
দুপাশে তোমার দুই ধরনের স্রোত,
দুদিকে তোমার দুই জীবনের টান।
\
নভোচারী মন জড়-জীবনের ভাষা
এখনো বোঝেনি স্বকালের সংঘাত।
এখনো তোমার স্নায়ুর তিমির জুড়ে
বিমূর্ত সব স্বপ্নের কোলাহল।
রঙিন কাঁচের বেলোয়াড়ি হাতছানি
তোমাকে ডাকছে উজ্জ্বল উৎসবে।
তোমাকে কাটছে দ্বিধার তীক্ষ্ণ চাকু,
প্রানী জীবনের সামাজিক প্রতিরোধ।
কি লাভ দাঁড়িয়ে জীবনের মোহনায়
অমীমাংসিত হৃদয়ের বোঝা টেনে?
তার চেয়ে খেলো অপটটে অনুভব,
বেছে নাও প্রিয়-স্বপ্নের স্রোতখানি।।
২৪/০৫/৮৪ মোংলা বন্দর
জেগেছে অচেনা ইচ্ছার শিহরন।
রক্তে তোমার অমীমাংসিত সাধ
তছনছ কোরে ফেলছে ভিতর-বাড়ি।
তোমার স্বপ্ন দিনযাপনের ভিড়ে
হঠাৎ ফেলেছে হারিয়ে নিজের ভাষা।
তোমার নিভৃত দৃষ্টির চারিপাশে
জমেছে সোনালী প্রতারক মরিচিকা।
দ্বিধাবিভক্ত করেছে তোমাকে দ্বিধা,
ঠিক মোহনায় দাঁড়িয়েছো এসে তুমি।
দুপাশে তোমার দুই ধরনের স্রোত,
দুদিকে তোমার দুই জীবনের টান।
\
নভোচারী মন জড়-জীবনের ভাষা
এখনো বোঝেনি স্বকালের সংঘাত।
এখনো তোমার স্নায়ুর তিমির জুড়ে
বিমূর্ত সব স্বপ্নের কোলাহল।
রঙিন কাঁচের বেলোয়াড়ি হাতছানি
তোমাকে ডাকছে উজ্জ্বল উৎসবে।
তোমাকে কাটছে দ্বিধার তীক্ষ্ণ চাকু,
প্রানী জীবনের সামাজিক প্রতিরোধ।
কি লাভ দাঁড়িয়ে জীবনের মোহনায়
অমীমাংসিত হৃদয়ের বোঝা টেনে?
তার চেয়ে খেলো অপটটে অনুভব,
বেছে নাও প্রিয়-স্বপ্নের স্রোতখানি।।
২৪/০৫/৮৪ মোংলা বন্দর
No comments:
Post a Comment