Saturday, November 1, 2014

কোন দেশে যাবি মন – লালন ফকির



কোন দেশে যাবি মন, চল দেখি যাই
কোথা পীর হও তুমি রে।
তীর্থে যাবি, সেখানে কি পাপী নাই রে।।
কেউ নারী ছেড়া জঙ্গলেতে যায়,
স্বপ্নদোষ কি হয় না সেথায়;
আপন মনের বাঘে যাহারে খায়
কে ঠেকায় রে।।
সঙ্গে আছে রিপু ষোল আনা জন,
তারা সদাই করে জ্বালাতন;
যথা যাবি তথায় ঘটাবে রে।।
পাগল ( কেউ) ভ্রমি পথে
পথ না খুঁজে পায় রে।
সিরাজ সাঁই কয়, লালন
তোরও বুদ্ধি নাই রে।

No comments:

Post a Comment