আমরা কি পরস্পরকে অবিশ্বাস করছি !
আমাদের ভালো-লাগাগুলো বিতর্কিত হয়ে উঠছে ।
আমাদের চোখ ক্রমশ উদাসিন হয়ে উঠছে ।
আমাদের স্পর্শগুলো অনুভূতিহীন হয়ে পড়ছে ।
আমারা কি পরস্পরকে অবিশ্বাস করছি ?
আমাদের কথোপকথনে
ক্রমশ নেমে আসছে সৌজন্যের কুয়াশা ।
আমাদের আলিঙ্গনের ভেতর
খচখচ কোরে বিঁধছে এক সন্দেহের কাঁচ ।
আমাদের চুম্বন
ত্রুমশ শুধু লালাসিক্ত ওষ্ঠের ব্যর্থতা হয়ে উঠছে ।
ত্রুমশ শীতল হয়ে পড়ছে আমাদের উদ্দাম ইচ্ছেগুলো ।
আমরা কি পরস্পরকে অবিশ্বাস করছি !
সূর্যাস্তের বিকেলে
পাশাপাশি দুজনের মাঝখানে শুয়ে থাকছে একটি সাপ ।
দুজনের উচ্ছল হোন্ডার পেছনে ধাওয়া কোরে আসছে
একটি নীল নেকড়ে ।
একটি হাতকে বলই দুদিকে ফিরিয়ে দিচ্ছে দুজনের মুখ ।
পরস্পরের দিকে তাকিয়ে আমরা ত্রুমশ অনুতপ্ত হয়ে পড়ছি ।
আমরা কি অবিশ্বাস করছি আমাদের ?
আমরা কি পরস্পরকে অবিশ্বাস করছি ?
আমরা পরস্পরকে অবিশ্বাস করছি কেন?
আমাদের ভালো-লাগাগুলো বিতর্কিত হয়ে উঠছে ।
আমাদের চোখ ক্রমশ উদাসিন হয়ে উঠছে ।
আমাদের স্পর্শগুলো অনুভূতিহীন হয়ে পড়ছে ।
আমারা কি পরস্পরকে অবিশ্বাস করছি ?
আমাদের কথোপকথনে
ক্রমশ নেমে আসছে সৌজন্যের কুয়াশা ।
আমাদের আলিঙ্গনের ভেতর
খচখচ কোরে বিঁধছে এক সন্দেহের কাঁচ ।
আমাদের চুম্বন
ত্রুমশ শুধু লালাসিক্ত ওষ্ঠের ব্যর্থতা হয়ে উঠছে ।
ত্রুমশ শীতল হয়ে পড়ছে আমাদের উদ্দাম ইচ্ছেগুলো ।
আমরা কি পরস্পরকে অবিশ্বাস করছি !
সূর্যাস্তের বিকেলে
পাশাপাশি দুজনের মাঝখানে শুয়ে থাকছে একটি সাপ ।
দুজনের উচ্ছল হোন্ডার পেছনে ধাওয়া কোরে আসছে
একটি নীল নেকড়ে ।
একটি হাতকে বলই দুদিকে ফিরিয়ে দিচ্ছে দুজনের মুখ ।
পরস্পরের দিকে তাকিয়ে আমরা ত্রুমশ অনুতপ্ত হয়ে পড়ছি ।
আমরা কি অবিশ্বাস করছি আমাদের ?
আমরা কি পরস্পরকে অবিশ্বাস করছি ?
আমরা পরস্পরকে অবিশ্বাস করছি কেন?
No comments:
Post a Comment