ঠিকের ঘরে ভুল পড়েছে মন।
কিসে
চিনবি
রে
মানুষ
রতন।।
আপন খবর নাই আপনারে,
বেড়াও পরের খবর করে,
আপন খবর জানল পরে,
পরকে চেনা যায় তখন।।
ছিলে কোথা এলে হেথা
নিরূপণ কি করিলি তা,
কি বুঝে মুড়ালি মাথা,
পথের নাই তোর অম্বেষণ।।
যার সঙ্গে এই ভবে এলি
তারে আজ কোথায় হারালি,
সিরাজ সাঁই কয়, পেট শাখালি
তাই লয়ে পাগল লালন।।
আপন খবর নাই আপনারে,
বেড়াও পরের খবর করে,
আপন খবর জানল পরে,
পরকে চেনা যায় তখন।।
ছিলে কোথা এলে হেথা
নিরূপণ কি করিলি তা,
কি বুঝে মুড়ালি মাথা,
পথের নাই তোর অম্বেষণ।।
যার সঙ্গে এই ভবে এলি
তারে আজ কোথায় হারালি,
সিরাজ সাঁই কয়, পেট শাখালি
তাই লয়ে পাগল লালন।।
No comments:
Post a Comment