Friday, October 31, 2014

শোধবোধ ___রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

আমারও ইচ্ছে করে বৈশাখের ঝড়ের সন্ধায়
অন্য কোনো তরুনীর হাত ধ’রে সুদূরে হারাই
বৃষ্টি ও বাতাসে মেলি
______________যুগল ডানার স্বপ্ন।
আমারও ইচ্ছে করে ফুটে থাকি অসংখ্য শিমুল।
দুপুরের রোদে পোড়া চিবুকের উদাসিন তিল

ছুঁয়ে দিতে ইচ্ছে করে ভালোবাসা, নীল চোখ,
___________________________চাঁদের শরীর---
আমারও ইচ্ছে করে আঙুল জড়াই মিহি স্মৃতি
স্বপ্নের কপাল থেকে
ঝ’রে পড়া চুলগুলো আলতো সরাই

আমারও ইচ্ছে করে নগরের নিয়ন্ত্রিত পথে
সমস্ত নিষেধ মানা ছুঁড়ে ফেলে দিয়ে
উড়িয়ে চুলের মেঘ দুইজন
সড়কের মাঝখান বেয়ে হেঁটে যাই-
আমরাও ইচ্ছে হয় কাঁদি।

আমারও ইচ্ছে করে খুলে দিই হাতকড়া-বাঁধা হাত
চত্রুান্তের খল বুকে কামড় বসাই।
আমারও ইচ্ছে করে
টুকরো টুকরো কোরে কেটে ফেলি তোমার শরীর।।

০৪বৈশাখ ১৩৯৪ মেথরপট্রি ঢাকা

No comments:

Post a Comment