তোমার করতলের 'পরে ক্লান্তিটুকু রাখি
রাখি আমার অক্ষমতাগুলো।
আমার যা-সব সুখের কানাকড়ি
বিপুল-শিখা মেধার সোনাদানা,
আমার যা-সব সফল কারুকাজ
অন্যেরা তা পাক-
তুমি আমার ক্লান্তিমাখা ব্যর্থতাটুক রাখো।
ছিনিয়ে আনা রোদের সমারোহে
মগ্ন হবে রুগ্ন মানুষেরা।
ওরা সবাই শষ্যকনা নেবে,
তুমি আমার লাঙল-চেরা মৃত্তিকাকে রেখো।
পৃথিবী চায় সকল সফলতা,
পৃথিবী চায় সফল বানীটিরে।
যে-অমা তার বক্ষ চিরে জ্বালে
স্বপ্নমাখা সুখের শিখাখানি
তুমি তোমার সেই অমাটুক স্নেহের চোখে রাখো।
আমার গৌরবের সাথি নিখিল জুড়ে আছে,
ব্যর্থ রাতে গ্লানির সাথি তুমি-
তোমার প্রিয় ছায়ার তলে ক্লান্তিটুকু রাখি, রাখি আমার
বিষন্নতাগুলো ।।
১০ আষাঢ় ১৩৮৫ সিদ্ধেশ্বরী ঢাকা
রাখি আমার অক্ষমতাগুলো।
আমার যা-সব সুখের কানাকড়ি
বিপুল-শিখা মেধার সোনাদানা,
আমার যা-সব সফল কারুকাজ
অন্যেরা তা পাক-
তুমি আমার ক্লান্তিমাখা ব্যর্থতাটুক রাখো।
ছিনিয়ে আনা রোদের সমারোহে
মগ্ন হবে রুগ্ন মানুষেরা।
ওরা সবাই শষ্যকনা নেবে,
তুমি আমার লাঙল-চেরা মৃত্তিকাকে রেখো।
পৃথিবী চায় সকল সফলতা,
পৃথিবী চায় সফল বানীটিরে।
যে-অমা তার বক্ষ চিরে জ্বালে
স্বপ্নমাখা সুখের শিখাখানি
তুমি তোমার সেই অমাটুক স্নেহের চোখে রাখো।
আমার গৌরবের সাথি নিখিল জুড়ে আছে,
ব্যর্থ রাতে গ্লানির সাথি তুমি-
তোমার প্রিয় ছায়ার তলে ক্লান্তিটুকু রাখি, রাখি আমার
বিষন্নতাগুলো ।।
১০ আষাঢ় ১৩৮৫ সিদ্ধেশ্বরী ঢাকা
No comments:
Post a Comment