Saturday, November 1, 2014

আমার মন যারে চায়, তারে কি কোথায় পাই – লালন ফকির



আমার মন যারে চায়, তারে কি কোথায় পাই,
মনেরে কি দিয়ে বুঝাই।
দেখা পাইলে চলে যাইতাম রে-
যাইতাম দুনিয়ার বালাই।।
ছিলাম জননীর কোলে
ভজন ভজিব বলে
শিশুকালে রিপু এসে
ফাঁসি দেয় গলে।
আমি মায়ার বশে সর্বনাশে
বাজাই দোজখের সানাই।।
গুরু, তোমার নামের অন্ত নাই
আমি কোন নামটি শুধাই;
তোমার নামের মূল অর্থ
আমি শুনতে চাই।
আমি চার বত্সর চার দেশে ঘুইরা রে
তাই লালন বলে তোমারে না পাই।

No comments:

Post a Comment