এই সব ব্যর্থতা গ্লানির দহন,
এগুলো আমার থাক
তুমি শুধু শুভ্রতাটুকু নিয়ে যাও
প্রত্যাশার শেফালিকা পারাবত ।
বিনিদ্র রাতের বাতাসে দ্বিধায় ভাসমান
আত্মবিনাশী সন্ধানে দুলে ওঠা নিরুদ্দেশ খেয়া
ক্লান্তির কাছে নুয়ে আসা একাকি নির্জন পাখি ,
এসব আমার থাক ।
তুমি এই বর্ষায় ধুয়ে যাওয়া স্বচ্ছ চোখ
হালকা হিমেল হাওয়ায় খোলা চৈত্রের সকাল
নিয়ে যাও ।
দহন আমার থাক তো্ার থাকুক শুধু বহন ।
গহন রাত্রির শোক চোখের কিনারে জ্বলুক
তুমি শুধু চোখের চাঁদে থেকে যাও নিসঙ্গতা ।
জন্মের ক্লেদে ভেসে যাওয়া জননী বাহুখান
আমার সংসারে থাকুক লোকের ঘৃণায়
তুমি শুধু ফসলে সাজিয়ে বুক ফিরে এসো
প্রাপ্যের উল্লাসে ।
পথ চলা আমার থাক তোমার থাকুক শুধুই পথ ।
আকন্ঠ গ্লানিরা আমার বেড়ে উঠুক প্রিয়তম ক্ষত
তোমার থাকুক শুধু শেফালি- সকাল
বর্ষায় ধুয়ে যাওয়া ফসলিম চোখের সংসার ।
এগুলো আমার থাক
তুমি শুধু শুভ্রতাটুকু নিয়ে যাও
প্রত্যাশার শেফালিকা পারাবত ।
বিনিদ্র রাতের বাতাসে দ্বিধায় ভাসমান
আত্মবিনাশী সন্ধানে দুলে ওঠা নিরুদ্দেশ খেয়া
ক্লান্তির কাছে নুয়ে আসা একাকি নির্জন পাখি ,
এসব আমার থাক ।
তুমি এই বর্ষায় ধুয়ে যাওয়া স্বচ্ছ চোখ
হালকা হিমেল হাওয়ায় খোলা চৈত্রের সকাল
নিয়ে যাও ।
দহন আমার থাক তো্ার থাকুক শুধু বহন ।
গহন রাত্রির শোক চোখের কিনারে জ্বলুক
তুমি শুধু চোখের চাঁদে থেকে যাও নিসঙ্গতা ।
জন্মের ক্লেদে ভেসে যাওয়া জননী বাহুখান
আমার সংসারে থাকুক লোকের ঘৃণায়
তুমি শুধু ফসলে সাজিয়ে বুক ফিরে এসো
প্রাপ্যের উল্লাসে ।
পথ চলা আমার থাক তোমার থাকুক শুধুই পথ ।
আকন্ঠ গ্লানিরা আমার বেড়ে উঠুক প্রিয়তম ক্ষত
তোমার থাকুক শুধু শেফালি- সকাল
বর্ষায় ধুয়ে যাওয়া ফসলিম চোখের সংসার ।
No comments:
Post a Comment