Friday, October 31, 2014

রুগ্নতার অবয়ব __রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

তাহলে ফিরছ কেন?
যদি সেই পুরনো পোশাক খানি থাকলো শরীরে
যদি সেই কষ্টের মত কালো ক্ষত র' লো বুকে
যদি সেই হারানো চিহ্নের কাছে পড়ে র' লও মন
তাহলে ফিরছ কেন?

কেন এতো বিষের বিক্ষোভ জ্বেলে তনুতে পরানে
বার বার কষ্টের করুন হার কণ্ঠে তুলে নাও?
কেন এতো কষ্ট পাও,কেন এতো কষ্ট পাও তবে?
সারা রাত্রি হেঁটে এসে শেষে যদি না পেলে সকাল
তবে এই জাগরন কেন, কেন এই হেঁটে আসা
দুঃখময় কুয়াশার রাতে?
কেন তবু শুশ্রূষার দিকে ছুটে ঘৃণাকে হারানো?
যেদিকে ফিরেছে মন সেইদিকে ফেরাও নিজেকে।
মানুষের কিছু চাই ,কিছু ঘৃণা ,নাহয় গ্রহন
মানুষের কিছু চাই তবু -ক্ষত , নাহয় শুশ্রূষা ।
মন কাঁদে, তাহলে ফিরছো কে?
ভাঙা বাড়ি , দেয়ালের ধ্বংসস্তূপ ,
স্মৃতিময় খড় নাড়া , কালো কালো মাঠের ফাটল
রুগ্নতার নির্ঘুম নিশিথ, ব্যাধি - তোমাকে টানছে ...
তাহলে ফিরছো কেন?
কিছু চাই , মানুষের কিছু চাই , ঘৃণা নাহয় গ্রহন,
যেদিকে ফিরছে মন,প্রিয়,সেইদিকে নিজেকে ফেরাও।

No comments:

Post a Comment