Saturday, November 1, 2014

আজব আয়না-মহল মণি গভীরে – লালন ফকির



আজব আয়না-মহল মণি গভীরে।
সেথা সতত বিরাজে সাঁই মেরে।।
পূর্ব দিকে রত্ন-বেদী
তাহার উপরে খেলছে জ্যোতি
তারে যে দেখেছে ভাগ্যপতি
সে জন সচেতন সব খবরে।।
জলের ভেতরে শুকনো জমি
আঠার মোকামে তাই কায়েমি
নিঃস্বাদ স্বাদের উদ্গামি১
সে মোকামের খবর জান গে যা রে।।২
মণিপুরের হাটে মনোহারী কল
তেহাটা ত্রিপিণী আছে বাঁকা নল
মাকড়শার আশে বন্দী সে জল
লালন বলে সঙ্গী বুঝবে ফেরে।।৩
লালন ফকিরঃ কবি কাব্য, পৃ. ২১০
কথান্তরঃ
নিঃশব্দ শব্দের উদ্গারী
যা যা সে মোকামেরে জান গে তারে।
লালন বলে, সন্ধি বুঝবে কে রে।
মুহম্মদ মনসুরউদ্দীন, বাংলার মুসলিম সাধনা, ২য় খণ্ড, পৃ. ২২;
লালন-গীতিকা, পৃ. ৩৬-৩৮

No comments:

Post a Comment