মাঝে মাঝে ভুল হয়ে যায়। আগে হতো না
ভুল বশত অনেক ভুল হয় ইদানিং আমার।a
ভুল বশত অনেক ভুল হয় ইদানিং আমার।a
মাঝে মাঝে ভুল হয়, নিজেকে বড়ো অচেনা লাগে
জিজ্ঞেস করি কে তুমি যুবক অমন দর্পে
সময়ের সিঁড়ি ভেঙ্গে যাচ্ছো খুব দূরত্বে?
মাঝে মাঝে ভুল হয় ভুল কোরে ফেলি।
একবার ভুল করে বাবাকে বন্ধু ভেবে
বলেছি চলো আজ রাত ব্রোথেলে কাটাবো।
ফুলকে প্রেমিকা ভেবে একটি মারাত্মক আগুন
এ যাবৎ আমি বুকে রেখেছিলাম-
মাঝে মাঝে ভুল হয়, ভুল হয়ে যায়-
নিজেকে গনিকা ভেবে সম্ভোগ করি,
শত্রু ভেবে আমূল প্রোথিত করি সুবর্ন চাকু
শূণ্যতায় ভ’রে থাকা বুকে আমারি।
কেন জানি বার বার ভুল হয়ে যায়-
ভুল করি নিজেকে অচেনা ভেবে
ঘর থেকে বার কোরে দিই। আপন
দরোজা ভেবে কখনো অপরের
দরোজায় নিশ্চিন্তে করাঘাত করি
কেন জানি ভুল কোরে ফেলি!
মাঝে মাঝে এরকম ভুল হয়
সবকিছু ভুল হয়ে যায়- ভুল হয়ে যায়-
১৫.১২.৭৪ (রাত্রি) লালবাগ ঢাকা
জিজ্ঞেস করি কে তুমি যুবক অমন দর্পে
সময়ের সিঁড়ি ভেঙ্গে যাচ্ছো খুব দূরত্বে?
মাঝে মাঝে ভুল হয় ভুল কোরে ফেলি।
একবার ভুল করে বাবাকে বন্ধু ভেবে
বলেছি চলো আজ রাত ব্রোথেলে কাটাবো।
ফুলকে প্রেমিকা ভেবে একটি মারাত্মক আগুন
এ যাবৎ আমি বুকে রেখেছিলাম-
মাঝে মাঝে ভুল হয়, ভুল হয়ে যায়-
নিজেকে গনিকা ভেবে সম্ভোগ করি,
শত্রু ভেবে আমূল প্রোথিত করি সুবর্ন চাকু
শূণ্যতায় ভ’রে থাকা বুকে আমারি।
কেন জানি বার বার ভুল হয়ে যায়-
ভুল করি নিজেকে অচেনা ভেবে
ঘর থেকে বার কোরে দিই। আপন
দরোজা ভেবে কখনো অপরের
দরোজায় নিশ্চিন্তে করাঘাত করি
কেন জানি ভুল কোরে ফেলি!
মাঝে মাঝে এরকম ভুল হয়
সবকিছু ভুল হয়ে যায়- ভুল হয়ে যায়-
১৫.১২.৭৪ (রাত্রি) লালবাগ ঢাকা
No comments:
Post a Comment