Friday, October 31, 2014

মেঘময় মুখরতা ___ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

দুঃসময়ে মেলে রাখবো উদাসি তরুর মতো
শব্দের পত্রালি শাখা প্রশাখা,
পাখা মেলে ছায়া দেবো এই গেরস্থালি
ভাঙ্গাচোরা শীর্ন হাড় জীবনযাপন

চৈত্রের ক্ষেতের মতো চৌচির শুষ্ক নিবাসে
সরল গর্ভিনী মেঘ জলের শ্রাবন দেবো
পাখা মেলে অনুর্বর শস্যভূমিতে ছড়াবো আর্দ্র আবাদ ।

জন্মে ছিলো না পাপ, জ'ন্মে হয়েছি পাতক__
জননীর স্নেহার্দ্র চুমোর চিহ্নহীনতায়
শূন্য ললাট কী ক্ষুব্ধ বিক্ষোভে আজ
শ্রমিকের পেশল বাহুর মতো সক্রোধে
_______ভাঙ্গে না ভাগ্যের অলীক বিধান!

করতলে রেখা নেই__ প্রতিবাদী হাতে ছোঁবো
______________গন্তব্যের সুনীল শিখর ।
______________স্বপ্নহীন চোখের সকেটে
এই দ্যাখো জ্বেলেছি স্বপ্নভুক ব্যাতিক্রম আলো__

দুঃসময়ে মেলে দেবো তরুসুলভ ছায়া
এই ভাঙ্গাচোরা শীর্ন হাড় জীবনযাপন,
প্রতিবাদী হাতে ছোঁবো গন্তব্যের সুনীল শিখর ।।

No comments:

Post a Comment