Friday, October 31, 2014

ভালোবাসা নীল চোখ রূপোলি সিকি -রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

সারা রাত জেগে থেকে দেখেছি
রাত্রির নীল চোখ ভালোবাসা
দেখেছি অন্ধকারে বনলতা সেন
স্বদেশী মুদ্রার মতো রূপোলি শরীর
ভালোবাসা নীল চোখ রূপোলি সিকি!

পোষমানা কুকুর যেমন আঁধারে
প্রভুর নিবাসখানা রাখে পাহারায়
আমিও তেমনি পাহারায় ছিলাম
সমস্ত রাত্রি আমি হৃদয়কে
রেখেছি পাহারায় এবং দেখেছি
রূপোলি সিকি ভালোবাসা ।

দেখেছি রাতের রূপোলি জলের স্মৃতি
যেন সোনালী মাছেরা সব এতোক্ষন
করেছে খেলা অনির্দিষ্ট মনে ।

শহরের সমস্ত ঘরে আলো নিভে গেলে
আমি একটি মাত্র হলুদ দালানে
দেখেছি অনিদ্রার আলো,
দেখেছি আলোর শিয়রে জাগা
ঘুম ঘুম কাঁপা কাঁপা ক্লান্ত চোখ
মলিন পাপড়ির মতো কোমল নরোম ।

আমি সে চোখেই দেখেছি
রাত্রির চোখ দেখেছি সোনালি মাছ,
নীল চোখ ভালোবাসা রূপোলি সিকি ।

No comments:

Post a Comment