তুমি এলে টের পায় নিখিল. নীলিমা. মেঘ
দেবদারু পাতার বিজন,
নির্জন নিমগ্ন রাত জেগে ওঠে পূর্ন কোলাহলে।
কানায় কানায় জল ভ’রে ওঠে দামাল দরিয়া,
জোস্নার আলোকচূর্ন মাখে সারা গায়ে চিতল হরিন-
টের পায় নোনা জল, প্রকৃতির প্রানীকূল, বনের আঁধার,
তুমি এলে টের পায় সভ্যতার সাজানো নগর।
মৃন্ময় চিবুক বেয়ে ঝ’রে আসে চোখের শিশির
ঝ’রে আসে স্বপ্ন-আর্দ্র জল, বিব্হল, ব্যাকুল বাসনা।
আমি কি পাই না টের?আমি কি পাই না টের
এইসব, নিসর্গ. নগর জুড়ে
তোমার ভ্রমন-ধ্বনি বেজে ওঠা সুনিবিড় পাতার মর্মর?
তবে এ কান্না কিসের, এই জল, ব্যথার শিশির?
এই মত্ত গাঙের তুফান বুকের ভেতরে কেন বাজে!
টের পাই।
নিসর্গে নগরে তনু রয়েছে ছড়ানো
হৃদয়ের মর্মে খোলা রয়েছে হৃদয়--
টের পাই- ভেতরে সাজায়ে রাখি পরম পিপাসা,
তুমি এলে টের পাই, শোনিতে শিরায় বাজে ভ্রমনের ধ্বনি।।
১১ বৈশাখ ১৩৮৫ সিদ্ধেশ্বরী ঢাকা
দেবদারু পাতার বিজন,
নির্জন নিমগ্ন রাত জেগে ওঠে পূর্ন কোলাহলে।
কানায় কানায় জল ভ’রে ওঠে দামাল দরিয়া,
জোস্নার আলোকচূর্ন মাখে সারা গায়ে চিতল হরিন-
টের পায় নোনা জল, প্রকৃতির প্রানীকূল, বনের আঁধার,
তুমি এলে টের পায় সভ্যতার সাজানো নগর।
মৃন্ময় চিবুক বেয়ে ঝ’রে আসে চোখের শিশির
ঝ’রে আসে স্বপ্ন-আর্দ্র জল, বিব্হল, ব্যাকুল বাসনা।
আমি কি পাই না টের?আমি কি পাই না টের
এইসব, নিসর্গ. নগর জুড়ে
তোমার ভ্রমন-ধ্বনি বেজে ওঠা সুনিবিড় পাতার মর্মর?
তবে এ কান্না কিসের, এই জল, ব্যথার শিশির?
এই মত্ত গাঙের তুফান বুকের ভেতরে কেন বাজে!
টের পাই।
নিসর্গে নগরে তনু রয়েছে ছড়ানো
হৃদয়ের মর্মে খোলা রয়েছে হৃদয়--
টের পাই- ভেতরে সাজায়ে রাখি পরম পিপাসা,
তুমি এলে টের পাই, শোনিতে শিরায় বাজে ভ্রমনের ধ্বনি।।
১১ বৈশাখ ১৩৮৫ সিদ্ধেশ্বরী ঢাকা
No comments:
Post a Comment