পরাজিত প্রেম তোমাকে দেবো না স্বাতি ।
এই উন্মুল জীবনের বোনা স্বপ্নের ছেঁড়া তাঁত
তোমাকে দেবো না, তোমাকে দেবো না স্বাতি ।
পরাজিত প্রেম তোমাকে দেবো না প্রিয় ।
সিথানে আমার ধূপে-চন্দনে পাপ,
রক্তে আমার কালো সময়ের ক্লেদ
নষ্ট চাঁদের পুন্নিমাহীন নিষ্ফলা প্রান্তর-
নষ্ট জীবন তোমাকে দেবো না প্রিয়,
বন্ধ্যা বাসনা দেবো না তোমাকে স্বাতি ।
জন্ম যেমন জননীর দেহ জানে
সন্তান শুধু জানে জীবনের শুভ্র সম্ভাষণ,
আমিও তেমনি যন্ত্রনা পাপ পুষে রাখি অন্তরে
আমার যে-প্রেম কখনো সে তার জানে না জন্মস্মৃতি ।
পরাজিত প্রেম তোমাকে দেব না প্রিয়,
কষ্ট আমাতে বাড়ুক নদীর ভাঙনের মতো শোকে
অসুখী বাতাস অন্ধ করুক হৃদয়ের খোলা আঁখি,
ধ্বংস আমার মজ্জায় এসে জ্বলুক শ্মশানে চিতা
তবু এই প্রেম, পরাজিত প্রেম তোমাকে দেবো না স্বাতি,
রুগ্ন সকাল তোমাকে দেব না প্রিয় ।
ভাঙনের ক্ষত বুকে রেখে দেবো আমি,
আমার উত্তরাধিকারী যেন দ্বীপখানি পায় ফিরে ।
ব্যথার শ্মশানে প'ড়ে থাক প্রিয় মন
চিতার আগুনে পুড়ুক আমার নষ্ট বুকের হেম,
পুড়ুক ব্যর্থ তিমিরে আমার হৃদয়ের নীল ব্যথা-
আমি এই প্রেম, পরাজিত প্রেম তোমাকে দেবো না প্রিয় ।
এই উন্মুল জীবনের বোনা স্বপ্নের ছেঁড়া তাঁত
তোমাকে দেবো না, তোমাকে দেবো না স্বাতি ।
পরাজিত প্রেম তোমাকে দেবো না প্রিয় ।
সিথানে আমার ধূপে-চন্দনে পাপ,
রক্তে আমার কালো সময়ের ক্লেদ
নষ্ট চাঁদের পুন্নিমাহীন নিষ্ফলা প্রান্তর-
নষ্ট জীবন তোমাকে দেবো না প্রিয়,
বন্ধ্যা বাসনা দেবো না তোমাকে স্বাতি ।
জন্ম যেমন জননীর দেহ জানে
সন্তান শুধু জানে জীবনের শুভ্র সম্ভাষণ,
আমিও তেমনি যন্ত্রনা পাপ পুষে রাখি অন্তরে
আমার যে-প্রেম কখনো সে তার জানে না জন্মস্মৃতি ।
পরাজিত প্রেম তোমাকে দেব না প্রিয়,
কষ্ট আমাতে বাড়ুক নদীর ভাঙনের মতো শোকে
অসুখী বাতাস অন্ধ করুক হৃদয়ের খোলা আঁখি,
ধ্বংস আমার মজ্জায় এসে জ্বলুক শ্মশানে চিতা
তবু এই প্রেম, পরাজিত প্রেম তোমাকে দেবো না স্বাতি,
রুগ্ন সকাল তোমাকে দেব না প্রিয় ।
ভাঙনের ক্ষত বুকে রেখে দেবো আমি,
আমার উত্তরাধিকারী যেন দ্বীপখানি পায় ফিরে ।
ব্যথার শ্মশানে প'ড়ে থাক প্রিয় মন
চিতার আগুনে পুড়ুক আমার নষ্ট বুকের হেম,
পুড়ুক ব্যর্থ তিমিরে আমার হৃদয়ের নীল ব্যথা-
আমি এই প্রেম, পরাজিত প্রেম তোমাকে দেবো না প্রিয় ।
No comments:
Post a Comment